বিনয়ী হওয়া খুব দরকার

# হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"যার চরিত্র যত সুন্দর এবং নিজ পরিবারের সাথে যার ব্যবহার যত নম্র ও কোমল, তার ঈমান ততই পূর্ণাঙ্গ এবং পরিপক্ক।"

[তিরমিজী, হাকেম] আত তারগীব – ১৩৬৪

# হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"আল্লাহ তায়ালা কোমলচিত্ত। সবকিছুতে তিনি কোমলতাকে পছন্দ করেন। "

[বুখারী ও মুসলিম] আত-তারগীব – ১৩৮৯

# হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"যাকে বিনয় ও নম্রতা দান করা হয়েছে, তাকে যাবতীয় কল্যাণ দান করা হয়েছে। আর যাকে বিনয় ও নম্রতা থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে।"

[তিরমিযী] আত তারগীব – ১৩৯২

# হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"নম্রতা ও কোমলতা যে জিনিসেই থাকবে, তা সুন্দর ও সুষমামন্ডিত হবে, আর কঠোরতা যে জিনিসেই থাকবে, তা কুৎসিত এবং অকল্যাণকর হবে"

[মুসলিম] আর তারগীব – ১৩৯০

1 responses to “বিনয়ী হওয়া খুব দরকার

  1. পিংব্যাকঃ স্মৃতিকথায় স্বপ্নকথা « সুন্দর জীবনের স্বপ্ন

এখানে আপনার মন্তব্য রেখে যান